Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Fruit Tree Fair-19 inaugurated .
Details

অদ্য ২৬/০৮/১৯ খ্রি ধোবাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফলদ বৃক্ষ মেলা-১৯  উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন করেন প্রধান অতথি জনাব জুয়েল আরেং ,মাননীয় সংসদ সদস্য,১৪৬ ময়নসিংহ-১ ( হালুয়াঘাট, ধোবাউড়া)। কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ দেলোয়ার হোসেন এর উপস্থাপনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডেভিড রানা চিসিম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ , ধোবাউরা, ময়মনসিংহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ আবুল ফজল ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ , ধোবাউরা, ময়মনসিংহ। উদ্বোধনী অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব রাফিকুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, ধোবাউড়া, ময়মনসিংহ।  অনুষ্ঠানের প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ ওমর ফারুক , উপজেলা কৃষি অফিসার, ধোবাউড়া, ময়মনসিংহ।

Images
Attachments
Publish Date
26/08/2019
Archieve Date
26/09/2019